আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি,
পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্রে আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের এসডি সিটি সেন্টারে অবস্থিত পেকুয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার ১৬ই এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে ওই সংবর্ধনা দেয়া হয়।
পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন দুলাল এর সভাপতিত্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, ব্যবস্হাপনা পরিচালক নুর মোহাম্মদ । বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার মোস্তফা পারভেজ এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ রিদুয়ানুল হক, পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ওসমানী গনি, সহকারী শিক্ষক রুহুল কাদের, ঈদ গাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হায়দার, সহকারী শিক্ষক আবু শাহাদত ছোটন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পেকুয়া দারুল নাজাত এতিমখানা ও হেফজখানা পরিচালক মোলানা ছৈয়দ নুর। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবক সহ রাজনৈতিক ব্যক্তিত্ব বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে আগামী ৩০ এপ্রিল এস এস সি ও সমমান পরিক্ষা শুরু হবে। এবারের মতো অনুষ্ঠিতব্য এস এস সি পরিক্ষায় পেকুয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগ ৬৬জন পরীক্ষায় অংশ গ্রহন করবেন।
পেকুয়ায় ভিজিএফ’র চাল পেল ৭৭৭৬ জন
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের পেকুয়ায় সাত ইউনিয়নে ৩হাজার ৪শ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিলি করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২০২২-২০২৩ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় পেকুয়া উপজেলায় এসব হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা টইটং ইউপির কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।জনপ্রতি ১০ কেজি করে চাল বিলি করা হয়।
তথ্যসুত্রে জানাগেছে,উজানটিয়া ইউপিতে ৬৫৩ জন, টইটংয়ে ১৩২৭ জন,মগনামায় ১০০০জন, রাজাখালীতে ১১৭৪ জন, শিলখালীতে ৭৩৩ জন,বারবাকিয়া ৮৩৬ জন ও সদর ইউপিতে ২০৫৩ জন করে সর্বমোট ৭৭৭৬জন লোকের মাঝে খাদ্যশস্য তুলে দেওয়া হয়। সাত ইউনিয়নে পৃথক সময়ে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়। এসময় স্ব স্ব ইউনিয়নের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।