প্রকাশিত হয়েছেঃ নভেম্বর, ৩০, ২০২২, ১:৫১:অপরাহ্ণ , সর্বশেষ আপডেটঃ ০১:৫১:৫৩
সাতকানিয়ায় সিএনজি থেকে চাঁদাবাজি ও হয়রানি করার বিরুদ্ধে সিএনজি মালিক ও চালক সমিতির তাৎক্ষণিক প্রতিবাদ ও মানব বন্ধন অনুষ্ঠিত !
ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল আজিজ,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলায় সিএনজি থেকে ব্যাপকভাবে চাঁদাবাজি ও হয়রানি করার প্রতিবাদে সিএনজি মালিক ও চালক সমিতির উদ্যেগে তাৎক্ষণিক মানব বন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৩০ডিসেম্বর বুধবার বিকেলে সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চালক সমিতির সভাপতি মুহাম্মদ ইউনুছ এবং এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, মনির,নুর হোসেন, মো হেলাল,মো তারেক, মুক্তার,আব্বাস,মোফাসসের,ইয়াকুব, হারুন, মোঃআলি,সোহেল রুপন,ফারুকী, রুকন,খলিল(২),রিদুয়ান,সাইফুল, আজিজ,ফারুক,জাহেদ,আরফাত,জামাল(১),নুরুল কবির, ফয়েজ,ফোরকান(১),ফোরকান(২),সোলেমান, জামাল(২),আরিফ,ইউনুছ,মহিম,নুরুল আলম, শুক্কুর,আবুল কাশেম,রফিক (১),রফিক (২),জুয়েল, শাহেদ,রুবেল, কাশেম (২),মুক্তার,মামুন,লিয়াকত, জাফর, মিজান,কাসেম(১),আলম,তাহের, শামসুল আলম, জসিম,জাহেদ, শহিদ,পারভেজ, ইলিয়াস, আনিছ,শামসু,বাদশা,এমরান, সায়েদ,বশির,মনির(২),আরফাত(২),সত্তর,খলিল (২),শফি,ছৈয়দ নুর,ছৈয়দ, রিদুয়ান(২),কাশেম (২),সাকিব,এমরান (২),ফরহাদ, ওসমান, আয়ুব আলী, শহিদুল্লাহ, ইসমাইল, ছাবের,সাইমন, রুকন(২),আবুল হোসেন, ছমদ,আহমদ শফি, মোক্তার(২),ফারুক, সাজ্জাদ, রফিক, কালু,জাকির,মহিম,আলী হোসেন,খালেদ,রাজিব,বাবু,তাজিম,শাহাদাৎ, ওয়াজেক,আয়ুব আলী(২),নাছির, হারন(২),মইন উদ্দিন,বেলাল, আনোয়ার, শাহাদাত হোসেন,আব্দুল হাই ও আব্দুল্লাহ প্রমুখ।
উক্ত মানব বন্ধনে সিএনজি মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান বলেন, অসহায় ও সিএনজি চালকেরা প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছে এবং তাদের জানমালের কোন নিরাপত্তা নেই বলে জানান!তাদেরকে বিভিন্ন প্রভাবশালীরা বিভিন্নভাবে হয়রানী করছে বলে জানান।