আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ছালাহ্ উদ্দিন>>
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ” মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির অনুপ্রেরণায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌছে দিল সোনাগাজী ছাত্রলীগ ও মঙ্গলকান্দি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা ।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল রহমান রাসেল ও সাধারণ সম্পাদক সাইমুন ভূঞার নেতৃত্বে ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে সোনাগাজীর ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে মির্জাপুর গ্রামের অসহায় কৃষক মোঃ মাঈন উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাথায় বোঝাই করে বাড়ীতে পৌছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইমুন ভূঞা, আমিরাবাদ ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফামেল, সাধারণ সম্পাদক নুর ইসলাম রিয়াদ, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক হৃদয় সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল রহমান রাসেল জানান, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকের পাকা ধান কাটা শেষ হওয়া পর্যন্ত সোনাগাজী উপজেলা ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।