আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার,
মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার নির্দেশ”এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে উপজেলায় গরীব কৃষকদের ধান কেটে দিলেন বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ ।
০৬(মে) শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে ইউনিয়নের৭নংওয়ার্ডের উত্তর বালাডোবা গ্রামের,মহুবার রহমান গরীব কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে দিলেন ইউনিয়ন ছাত্রলীগ।
বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ ইউনিয়নের ৯ ওয়ার্ডের গরীব কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে,গরীব কৃষকদের ধান কেটে দেওয়ার এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে একাত্বতা ঘোষণা করেন। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ( নয়ন) উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেবিড (মারজান) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন,জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার।তিনি গরীব দুঃখী মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন তার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন নেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী বানিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো এই হোক আমাদের সবার প্রতিজ্ঞা।গরীব কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগকে জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষথেকে অভিনন্দন জানিয়েছেন এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য বৃন্দ।