আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মহেশখালীতে দোহা’স জেলা বৃত্তি ২০২২ সম্পন্ন!
হাফিজুর রহমান খান, মহেশখালী (কক্সবাজার)
মহেশখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে দোহা’স জেলা বৃত্তি অনুষ্ঠিত ৷ উপজেলার তিনটি কেন্দ্রে পরী্ষাটি অনুষ্ঠিত হয় ৷ মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় এ তিনটি কেন্দ্রে সকাল ১১টায় শরু হয়ে দুপুর ১.২০ মিনিট ১ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে৷ মহেশখালী উপজেলার তিনটি কেন্দ্রে মোট ২৭২৪জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহন করেছে ৷ ২য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রত্যেক ছাত্র-ছাত্রী অত্র পরীক্ষায় আংশগ্রহন করে৷
২৩ ডিসেম্বর শুক্রবার মহেশখালী উপজেলায় তিনটি কেন্দ্রে ২য় তম দোহা’স জেলা বৃত্তি ২০২২ অনুষ্ঠিত হয় ৷
কেন্দ্রে পরিদর্শন করেন, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাশ, আলহাজ্ব আব্দুল শুক্কুর সিআইপি, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক সমিতির মহেশখালী শাখার সভাপতি মোঃ সাঈদ আল করিম ও সেক্রেটারি মিঠুন ভট্টাচার্য, এনামুল করিম, নুরুল আমিন, নুরুল আমিন।
কালারমারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো: আবু তাহের বিএসসি, কেন্দ্র সুপার শারমিন কাজল।
মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোহাম্মদ রেজা খাঁন, কেন্দ্র সুপার তপন কান্তি, মাস্টার রুহুল আমিন, মেম্বার হুসনে আরা, সাংবাদিক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান সহ প্রমূখ ৷