আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
দৌলতপুরে পুলিশের অভিযানে অস্ত্র সহ এক জন আটক!
কামরুল ইসলাম মনা কুষ্টিয়া থেকে –
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত শীর্ষ সন্ত্রাসী গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামের মৃত পটলের ছেলে গোলাম রসুল কে একটি ওয়ান শুটার গান ২ রাউন্ড শর্ট গানের গুলি সহ আটক করেছে।
দৌলতপুর থানা পুলিশের এসআই সেলিম ও এসআই সাব্বির, সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিস্ফোরক, মাদক সহ ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী রবিবার (২৫ ডিসেম্বর) রাত ১২.৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে ওয়ান শুটার গান, ২ রাউন্ড শর্ট গানের গুলি সহ আটক হয়েছে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের চেষ্টার পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শীর্ষ সন্ত্রাসী গোলাম রসুল’কে এক টি ওয়ান শুটার গান সহ গ্রেফতার করা হয়েছে।আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এছাড়াও থানা পুলিশের পৃথক, পৃথক অভিযানে ৭ শত গ্রাম গাঁজা সহ ৪ জন ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ৫ জন কে আটক করা হয়েছে। সকলকে জেল হাজতে পাঠানো হয়েছে।