আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ মে শনিবার বিকেলে ছনহরা টি পি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস। সন্মেলন
উদ্বোধন করেন ছনহরা ইউনিয়ন আ’লীগ আহবায়ক মো: ইউনুছ। ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি কাজী আবু ছালেহ সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য আনোয়ার উদ্দিন, সাবেক ছনহরা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক কাজী আবু জাফর, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আবু নাছের, সাবেক সাধারন সম্পাদক ছরওয়ার উদ্দিন মাইজভান্ডারি,
সাবেক যুগ্ম আহবায়ক আবুল বশর, বর্তমান যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, নুর হুদা চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার কামাল খাঁন, মহানগর যুবলীগ নেতা মোকতার খন্দকার, ইউনিয়ন আ’লীগ নেতা রফিক সিকদার, খন্দকার নুরুল আমিন, হারুন মাস্টার, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাবেক সাধারন সম্পাদক মো: টিপু, বর্তমান সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সেলিম উদ্দিন, কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক আবদুল হান্নান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইরফান সিকদার, আরিফ খান জয় প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নে মডেল। তাই আগামী জাতীয় সংসদ নিবার্চনে শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন গুলোকে সু-সংগঠিত করতে কাজ চলছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠন গুলোকে সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরবর্তী দ্বিতীয় কাউন্সিলর অধিবেশনে সকলে ভোটার প্রয়োগের মাধ্যমে ছনহরা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/ সম্পাদক নির্বাচিত করা হয়।