আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মায়ের পথযাত্রা
মাধুরী রানী সাধু
মায়ের ছিলো তিনটি ছেলে
তাদের নিয়ে চলা,
সারাদিন থাকে ব্যস্ততা আর
হাজার কথা বলা।
বড়বাবু সে তো ঠাণ্ডাশিষ্ট
মেজোবাবু অন্যরকম,
ছোটোবাবু সবার মধ্যমণি
বোঝে কোনোরকম।
তারাই মায়ের চোখের মণি
স্বপ্ন ডিঙার মাঝি,
তাদের ভালোর জন্য মা
করতে সবই রাজি।
তিন ভাইয়ের করা দুষ্টুমিতে
মা যে নাজেহাল,
মনে মনে সে তো ভাবতে থাকে
কবে যাবে ছোটোকাল।
দেখলে আবার ভালোই লাগে
খুনসুটি ভালোবাসা,
তাদের পানে চেয়ে চেয়ে
মনে জাগে আশা।
মায়ের এখন ব্যস্ত সময়
দায়িত্ব অনেক বেশি,
বেখেয়ালি হলেই তখন
দুঃখ রাশি-রাশি।
তিন ছেলেকে নিয়ে মায়ের
কাটে সারাবেলা,
তবুও কিছু শূন্য লাগে
সৃষ্টিকর্তার খেলা।
(৩১ মে ২০২৩)