আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-
চট্টগ্রামে পটিয়ায় নাইখাইন এলাকায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (৩ জুলাই) জঙ্গলখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাইখাইন সাকিনস্থ বাদীর ভোগদখলীয় জায়গায়। এ বিষয়ে ভুক্তভোগী উজিরপুর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মো: আলমগীর বাদী হয়ে প্রতিপক্ষ নাইখাইন (কাজী আবদুল বারেক শাহ বাড়ি) এলাকার মৃত নুরুল হক এর পুত্র শফিউর রহমান (৬০), নুরুল বশর (৫৫), ও ছালেকুর রহমান (৫০) কে বিবাদী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বাদী আলমগীর আমমোক্তারনামা মূলে মালিক হয়ে উক্ত জায়গা ভোগ দখল করে আসছে। কিন্তু বিবাদীগণ বিভিন্ন সময় নিম্ন তপশীলোক্ত জায়গা জোরপূর্বক জবর দখল করার পায়তারা চেষ্টা করছে। উক্ত জায়গা নিয়ে পটিয়া উপজেলা সহকারি ভূমি কার্যালয়ে নামজারী মামলা নং- ৩- ২৯৯/২৩ইং দায়ের করি। উক্ত মামলার প্রেক্ষিতে আগামী ১১/০৭/২০২৩ইং তারিখে উপজেলা সহকারি ভূমি কমিশনার শুনানীর দিন ধার্য্য আছে। এরই ধারবাহিকতায় গতকাল সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিবাদীগন বহিরাগত লোকজন নিয়ে ভোগ দখলীয় জায়গা জবর দখলের উদ্দেশ্যে জোরপূর্বক টিনসেড দ্বারা সীমানার ঘেরাবেড়া কাজ করতে থাকে। তখন বাদী প্রতিবাদ করে বিবাদীগণকে বাধা প্রদান করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালমান্দ সহ ভয়ভীতি হুমকি-ধমকি প্রদান করে সীমানার ঘেরাবেড়ার কাজ অব্যাহত রাখে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষে’র হস্তক্ষেপ কামনা করেন বাদী মো: আলমগীর।
এ বিষয়ে পটিয়া থানার এস আই সাইদুল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিবাদীগনকে সীমানার ঘেরাবেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আজ মঙ্গলবার বিকেলে ৪টায় উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে।