আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকাল ৪টার দিকে সংগঠনের সহ-সভাপতি এ্যাডভোকেট দীপক দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল ষোল শহর ২নং গেইটে অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলজিইডি ভবনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান, সহ-সভাপতি এ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এরশাদ হোসেন, মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বশর, এম.এ.খালেদ চৌধুরী, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওসমান চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মুরাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আবু ছৈয়দ, সদস্য এ্যাডভোকেট এস.এম অহিদুল্লাহ, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসীমসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ ও এর আওতাধীন বিভিন্ন উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।