আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ২০০৪ সালে ২১শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায়
বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন বিরামপুর উপজেলা শাখার আয়োজনে আওয়ামীলীগের বিরামপুর অফিসে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ, উপজেলা আওয়ামী যুবলীগের সহঃ সস্পাদক আমিনুল ইসলাম (রাজু), দপ্তর সম্পাদক এহসানুল হক, পৌর সেচ্চাসেবকলীগের আহবায়ক খাইরুল আলম মুকুট, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দোয়া করা হয়।
এছাড়া জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।