আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ভোটাধিকার প্রতিষ্ঠার ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর শনিবার বিএনপি বরিশাল বিভাগীয় রোডমার্চ কর্মসুচীর অংশানুযায়ী ঝালকাঠিতে দুপুর ১২ টায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রবেশ মুখ পেট্রোল পাম্প মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় অংশগ্রহণ করে। ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিষ্টার মুহম্মদ শাহজাহান উমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব মোঃ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাসেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহামুদ জুয়েল,
ঝালকাঠি পৌর বিএনপি সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এজাজ হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার , সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল , জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ ১ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষনা দেন। কোন সেলফিতে হাসিনা সরকার তার ফ্যাসিবাদী শাসন ধরে রাখতে পারবে না। জনতা জেগেছে স্বৈরাচারের পালাতে হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।
ঝালকাঠির পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাড়ি বহর নিয়ে পিরোজপুর পথসভার উদেশ্যে রওনা হয় দুপুর ২ টার দিকে।
বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতৃবৃন্দ পথ সভায় যোগদেন।
পথ সভায় ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানের মোবাইল ফোনটি চুরি হয়েছে বলে জানান।শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান।