আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ২২ নভেম্বর বুধবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা বালুবাড়ী বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও রিকোভারী এন্ড এডভান্সম্যান্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের দুইদিন ব্যাপী শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় মাষ্টার ক্রাফটস পার্সন ওরিয়েন্টেশন এর উদ্বোধণ হয়েছে।
এমবিএসকে’র রেইজ প্রজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর হীরা লাল বিশ^াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপ-নির্বাহী কর্মকর্তা খালেদ মোর্শারফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রেডিট কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল আলম ও এইচআরও সহকারী অফিসার মোর্শেদা পারভীন মলি। পিকেএসএফ- ঢাকা হতে ভার্চুয়েলী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিবেশ বিশেষজ্ঞ মোঃ শাহিনুর রহমান। দুদিন ব্যাপী বিভিন্ন কোর্সে অংশগ্রহন করছেন ২৫জন দক্ষ শিক্ষক-ওস্তাদ। কোর্সের উদ্বোধণ করতে গিয়ে এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া বলেন, পুরুষের পাশাপাশি নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। রেইজ প্রকল্পের মাধ্যমে দরিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় যারা আজকে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তাদেরকে চাকুরীর পিছনে না ছুটে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না।