আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মানপাশা টেম্পু ষ্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাজাঁ সহ এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার ১৯শে ডিসেম্বর আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী নলছিটি থানার নাচনমহল ইউনিয়নের হারদল গ্রামের জালাল হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার।
এবিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান দৈনিক দূরযাত্রা কে বলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল মহোদয়ের নিদের্শে ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।