আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী ৫ আসনের জাতীয় পার্টির নাঙ্গল প্রতিক নিয়ে গন সংযোগ নেমে পড়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ( এমপি)।
বৃহস্পতিবার( ২১ডিসেম্বর)সকালে পৌরসভার দেওয়ানগর,রঙ্গিপাড়া, আলিপুর, মৌলভীপাড়া,মেডিকেল গোইট ফকির হাট, বাজার এলাকায় জনসংযোগ করেন।
জনসংযোগ কালে সংক্ষিপ্ত বক্তব্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচিত হলে ৬ মাস থেকে এক বছরে মধ্যে পৌরসভার নির্বাচন দেওয়া হবে এবং যানযট নিরসনে ফ্লাইওভারের নির্মান করা হবে। সরকার ফ্লাইওভার নির্মাণে অলরডি সারে ৫শত কোটি প্রকল্প হাতে নিয়েছে।হাটহাজারীকে প্লাবন মুক্ত রাখতে হালদা বেড়ি বাঁধ নির্মান করা হচ্ছে। বাঁধের উপর সড়ক নির্মান করা হলে যানযট অনেকাংশ কমে আসব। এ সময় পৌরসভার জনসংযোগ কালে নাঙ্গল মার্কা স্লোগান মুখরিত হয়ে উঠে।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী, পৌর কাউন্সিলর আলী আজম, পৌর সহায়ক সদস্য রঞ্জিত নাথ, উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মনজুরুল আলম, জাতীয় পার্টির আহবায়ক নো:আলমগীর,সদস্য সচিব সালাউদ্দীন খোরশোদ,পৌর সহায়ক সদস্য মো:জাফর,পৌর সহায়ক সদস্য ওসমান কবির রাসেল প্রমুখ।