আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৫৫-রাজশাহী,৪- বাগমারা আসনের নৌকার মার্কার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া। তাই আসুন দেশের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করি।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের হামিরকুৎসা বাজার,রাঁয়াপুর বাজার, পাড়া মহল্লায় গণসংযোগ শেষে কোনাবাড়িয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। বিকালে বড়বিহানলি ইউনিয়নে
এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাহেরপুর পৌর সভার তিন তিনবারের সফল মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।
অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন,
তাহেরপুর পৌর সভাকে সাজিয়েছি পাশাপাশি বাগমারার মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি।এই আসনের বিশাল উন্নয়নযজ্ঞের কাজ করা আমার পক্ষে সম্ভব শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্যই; আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই। তাই নৌকা প্রতীক কে ভোট দিন বাগমারার উন্নয়ন বুঝে নিন।
৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন; কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে উৎসবমূখর পরিবেশে। নির্ভয়ে গিয়ে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,হামিরকৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,হামিরকুৎসা ইউনিয়ন
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান খান আজাদ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।