আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বাকেরগঞ্জ প্রতিনিধি/
বাকেরগঞ্জে পাদ্রীশিবপুর ইউনিয়নের জন কল্যানে নিবেদিত দূর্গাপুর একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২ তম বার্ষিক সাধারণ সভা ২৩ শে ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় অফিস কার্যালয় সন্মূখের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির এমপি নাসরীন জাহান রতনা, বিশেষ অতিথি ফোকাস এর সেক্রেটারী আরিফ মিয়া, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, কালবের বরিশাল অঞ্চলের পরিচালক আব্দুল মান্নান লোটাস, ফোকাস সভাপতি মুকুন্দ লাল দেবনাথ, ফ্রেন্ডার ক্লাবের আরিফ বিল্লাহ, কালব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা সহকারী সমবায় অফিসার সোহাগ, কালবের জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, জাতীয় যুব সংহতির সভাপতি এডভোকেট মজিবুর রহমান,জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা, শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সমাজ সেবক রগুনাথ পুরের মোস্তাফিজুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক অতিথিরা। প্রধান অতিথি তার বক্তব্যয় গ্রামীন জনগোষ্ঠীর মাঝে সমাজিক উন্নয়নে ভূমিকা পালনে অপরিসীম ভূমিকা রাখায় দূর্গাপুর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে তাদের কর্মকান্ডকে গতিশীল করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান। এ সময় কতৃপক্ষ তাকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন।