আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভায় অবস্থিত পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও ৭ম শ্রেণির রিপোর্ট কার্ড প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩১ডিসেম্বর রবিবার সকালে স্কুল হলরুমে স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোজাহের আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল গভর্ণিং বডির সদস্য নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, জনাব ফরিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সাজেদুল আলম মিন্টু,বিশিষ্ট সমাজকর্মী রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আলী আহমদ,বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ সেলিম,বিশিষ্ট সমাজকর্মী আবুল কাশেম, সাংবাদিক মিনহাজ উদ্দিন প্রমুখ।
আলোচনায় অংশ নেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌতম পালিত,প্রধান অথিতি অভিভাবক সদস্য জনাব নজরুল ইসলাম,ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান ও স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই।তাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হলে প্রচুর পরিমাণে অধ্যায়ন করতে হবে।এ বিষয়গুলি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ নয়।এবিষয় নিয়ে অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যদেরকেও সচেতন হতে হবে। তাই আজকের স্কুলের ফল প্রকাশের পাশাপাশি গভর্ণিং বডির সদস্য ও অভিভাবককে ফল প্রকাশের উৎসবে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান। ছাত্র,ছাত্রী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যরা সবার সমন্বয় ও সহযোগিতায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব।