আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার ধুনটে আসামীদের হামলা থেকে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুঃআটক-৫!
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া –
বগুড়ার ধুনটে আসামীদের হামলা থেকে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে আব্দুল খালেক (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কোদলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
এদিকে এই ঘটনায় বগুড়ার আদালত এলাকা থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- হেউটনগর কোদলাপাড়া এলাকার মোজাম্মেল হোসেন (৬৫), তার ছেলে ফজলুল হক (৪০), রুবেল (৩৪), সেলিম (৩০) ও আবুল বাছেদের ছেলে ছানোয়ার হোসেন (৩৫)।
স্থানীয়সূত্রে জানাগেছে, হেউটনগর কোদলাপাড়া এলাকার একটি মসজিদের কমিটি নিয়ে দন্ধের জের ধরে গত এক মাস আগে আব্দুল খালেকের ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে প্রতিবেশি মোজাম্মেল, তার ছেলে ফজলুল হক, সেলিম, ফরহাদ ও রুবেলসহ তাদের লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
মঙ্গলবার ওই মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় বাড়ির সামনে বাদী আব্দুস সাত্তারকে একা পেয়ে মারধর করতে থাকে আসামী পক্ষের লোকজন। এদিকে
ছোট ভাইকে আসামীদের হামলা থেকে বাঁচাতে গিয়ে দৌড়ে ছুটে যাওয়ার সময় মাটিয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন আব্দুল খালেক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।