আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের দেউড়ি এলাকায় সুগন্ধা নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে তিনজন কে আটক করেছে জেলা প্রশাসক কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( আরডি সি ) মহিন উদ্দিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংএছেন। ২১শে জানুয়ারি রবিবার বিকেল তিনটার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃত হল টলারের মালিক ঝালকাঠি কৃষ্ণকাটি এলাকার দলু পাটোয়ারীর ছেলে মাহবুব পাটোয়ারী , অন্য দুইজন হল মাটি কাটা লেবার আমতলী গোপখালী ইউনিয়নের আজাহার আলীর ছেলে আব্বাস ও আমতলী চাড়াখালি ইউনিয়নের রাজ্জাকের ছেলে আলামিন।
আটককৃতদের ঝালকাঠি গুরুদাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরডিসি মহিন উদ্দিন ট্রলারের মালিক মাহবুব পাটোয়ারীকে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , আব্বাসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আলামিনকে ৫০ টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
আসামিরা ভ্রাম্যমান আদালতে জরিমানার নগদ অর্থ প্রধান করে মুক্তি পায়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আরসিডি মহিন উদ্দিন আসামিদের সতর্ক করে বলেন ভাঙ্গন ত্রিবর্তী এলাকার সরকারি নির্দেশ অমান্য করে নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি বালু উত্তোলন আইনে আসামিদের অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এ রকমের অপরাধ না করার জন্য আসামিদের সতর্ক করেন।
অভিযানে ঝালকাঠি সদর থানার পুলিশের একটি টিম ও আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য টলারের মালিক মাহাবুব পাটোয়ারী ২০২৩ সালে জানুয়ারি মাসে একই অপরাধে আটক হয়েছিল তখন ভ্রাম্যমাণ আদালত দুই লক্ষ টাকা জরিমানা করেন।