আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি,
সূত্রঃ পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং- ৪৪.০১.০০০০.০১৯.০২.০০১.২১.১৫৯৩(৯৫), তারিখ- ২৫/০৫/২০২১ খ্রি:!
১। ইউনিটের নামঃ কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।
২। বিষয়ঃ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি এলজি ও ছোরা সহ ০৫ জন আটক।
৩। ঘটনার তারিখ ও সময়ঃ ইং ২৫/০১/২০২৪ তারিখ ২১.৪৫ ঘটিকা হতে ২২.২৫ ঘটিকার সময়।
৪। ঘটনাস্থলঃ কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে আড়ালে খালি জায়গায়।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ এসআই/মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে ইং ২৫/০১/২০২৪ তারিখ ২১.১৫ ঘটিকার সময় আমতল মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে আড়ালে খালি জায়গায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই/ডাকাতি করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পাইয়া আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ইং ২৫/০১/২০২৪ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে আড়ালে খালি জায়গায় ১২/১৩ জন ব্যক্তিকে দেখতে পেয়ে ১-৫নং আসামীদের আটক করলেও অপর ৭/৮ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজত হইতে একটি দেশীয় তৈরী এলজি, ০২ রাউন্ড কার্তুজ ও ০৪টি স্টীলের তৈরি টিপ ছোরা উদ্ধার পূর্বক এসআই/মোঃ মোমিনুল হাসান জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা ব্যাবসায়িক এলাকা রিয়াজউদ্দিন বাজার এর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রিয়াজউদ্দিন বাজারের ব্যাবসায়ি সহ পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করিতেছিল এবং তাহারা সকলে দুপুর বেলা হইতে শুরু করে সন্ধ্যা বেলা, রাত্রি বেলা ও ভোর বেলায় স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদেরকে অবৈধ অস্ত্রগুলি ও চাকু/ছোরার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য ঘটনাস্থলে একত্রিত হইয়া শলাপরামর্শ করিতেছিলো।
উল্লেখ্য যে, আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ১নং আসামীর বিরুদ্ধে ১১টি মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ৫টি মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ৪টি মামলা, ৪নং আসামীর বিরুদ্ধে ২টি মামলা ও ৫নং আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রহিয়াছে।
৬। ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ নাই।
৭। উদ্ধারঃ একটি দেশীয় তৈরী এলজি, ০২ রাউন্ড কার্তুজ ও ০৪টি স্টীলের তৈরি টিপ ছোরা
৮। আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ ১। মোঃ সজীব প্রকাশ পিচ্চি সজীব (২৫), পিতা-মোঃ কামাল, মাতা-সুলতানা বেগম, স্থায়ী-ফতুল্লাহ, ব্যাংক কলোনী, মাদ্রাসার সাথে গলির ভিতরে, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ, বর্তমানে-পুরাতন রেলওয়ে ষ্টেশন এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আল আমিন @ আলামিন (২৩), পিতা-মৃত হিরন মিয়া @ কিরন, মাতা-লেদুনি খাতুন @ নুর জাহান @ হাসিনা, স্থায়ী-গৌরীপুর, রাসেলের বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-পশ্চিম মাদারবাড়ী, ১নং গলি, বুল্ল্যার কলোনী, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ ইলিয়াছ (৩০), পিতা-মৃত আবুল কাশেম @ আবু কাসেম, মাতা-রেজিয়া বেগম, স্থায়ী-কনিকাড়া, শান্তি মিয়ার বাড়ী, ৪নং ওয়ার্ড, পোষ্ট-শিবপুর বাজার, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে-বৌ বাজার, আক্তার সাহেবের ভাড়াটিয়া, ১৭নং ওয়ার্ড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। সুব্রত দাশ (২৪), পিতা-মৃত মনিন্দ্র দাশ @ খুলু, মাতা-সুখী বালা দাশ @ সুখী দাশ, স্থায়ী-জগন্নাতপাড়া, দক্ষিণ হালিশহর, বজেন্দ্র দাশের বাড়ী, ৩৮নং ওয়ার্ড, আনন্দ বাজার, থানা-চট্টগ্রাম বন্দর, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ আল আমিন (৩১), পিতা-মৃত মোঃ শফিক, মাতা-হোসনে আরা বেগম, স্থায়ী-হীরাকালী, বাদামতলী বাজার, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-বগারবিল, নিরাপদ হাউজিং সোসাইটি, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।৯। গ্রেফতারঃ ০৫ জন।
১০। গৃহীত ব্যবস্থাঃ আসামীদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ এবং The Arms Act 1878 section 19A/19(f) ধারায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন।