আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি :
একজন কর্মী সব সময় একজন আদর্শবান ও দায়িত্বশীল নেতার সংস্পর্শ খুঁজেন.. শুধু পদে থাকলেই কি নেতা?
নাকি কর্মীর সকল সুখ-দু:খের ভাগ বহন করে পাশে
থাকাই নেতৃত্ব।
এমন এক জনদরদী, কর্মীবান্ধব, মানব সেবকের কথায়
আলোচনা হচ্ছে পটিয়া উপজেলায়।
পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কৃত্বিমান ব্যাক্তিত্ব,
যিনি রাজনীতির পদ পদবী নয়? সারাজীবনই খেটেছেন
কর্মী আর সাধারণ মানুষের দু:খ- দূরদর্শায়।
ত্যাগ দিয়েছেন অসংখ্য চাওয়া পাওয়াকে, নিবরে দাঁড়িয়ে
শুধু দায়িত্ব কাঁধে নিয়েই কাজ করে চলছেন এই জনদরদী সেবক পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রলীগ ও যুবলীগের দায়িত্ব পালনসহ অসংখ্য সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে নেতৃত্বদানকারী পটিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি বহু কর্মী ও সাধারণ মানুষের বিপদের পরম আপনজন সৈয়দ নুরুল আবছার।
১৯৭৮ সনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে
অধ্যায়নকালীন সময় থেকে ছাত্রলীগের রাজনীতির
মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন সৈয়দ নুরুল
আবছার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
আদর্শে উজ্জীবিত হয়ে পটিয়া উপজেলার তৃণমূলের
দীর্ঘদিনের পরিক্ষিত, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচয় লাভ করেন।
দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যা এখনো অব্যাহত রয়েছে।
পটিয়া উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান বলেন সৈয়দ নুরুল আবছার একজন মানবিক
রাজনৈতিক নেতা তিনি জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে মানুষের জন্য কাজ করেছেন সামাজিক, রাজনৈতিক সব
জায়গার সকলের প্রতি তার অকৃত্রিম ভালবাসায় প্রমান করে রাজনীতিবিদরা সব সময় মানুষের কল্যানেই
নিবেদিত। বর্তমান সময়ে সৈয়দ নুরুল আবছারের মত ত্যাগি মানবিক মানুষকে মূল্যায়ন করা সময়ের দাবী।
তার কর্ম আজ আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার মত সৎ
আদর্শবান দায়িত্বশীল নেতা যদি নির্বাচনে আসেন তাহলে পটিয়া উপজেলার উন্নয়ন এবং একটি সুন্দর উপজেলা
পরিষদ বিনির্মাণ হবে বলে আমরা আশা করছি।