আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও প্রিটন সরকার অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গ্রেফতারকৃত আসামী ১. মোরশেদ আলম (২০), পিতা-আবুল কালাম, মাতা-ধলাবানু , স্থায়ী: গ্রাম-কচুবুনিয়াপাড়া, ০৭নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার, ২. মোঃ ফিরোজ আহাম্মদ(২৮), পিতা-ছব্বির আহাম্মদ, মাতা-সুরন নাহার, স্থায়ী: গ্রাম-দক্ষিণ গুদারবিল, ০৭নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা -কক্সবাজারদ্বয়কে হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৩ মার্চ ২০২৪ইং তারিখ ০২.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-০৭, তারিখ-১৩/০৩/২০২৪ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।