প্রকাশিত হয়েছেঃ মার্চ, ১৯, ২০২৪, ৩:২০:অপরাহ্ণ , সর্বশেষ আপডেটঃ ০৩:২০:৫০
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, সাতকানিয়া,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে একটি সবজি ও ফলজ গাছের খামারে চাঁদাবাজি করতে এসে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে একদল চাঁদাবাজ। এ সময় স্থানীয় লোকজন চাঁদাবাজদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন এক চাঁদাবাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ
করেছেন। গত ১৮ মার্চ(২০২৪ইং) সোমবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈতরণি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি
সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১২টার
দিকে উপজেলার পুরানগড়ের বৈতরণি এলাকায় গ্রিন ওয়ার্ল্ড অ্যাগ্রো নামের একটি খামারে একদল পাহাড়ি সন্ত্রাসী চাঁদা দাবি করতে আসেন। এ সময় স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া দিলে
চাঁদাবাজেরা পালিয়ে যান। গত সোমবার সকাল
সাড়ে নয়টার দিকে আট থেকে নয়জন চাঁদাবাজ মোটরসাইকেলে করে ওই খামারে আবারও চাঁদা দাবি করতে আসেন। এ সময়ও মাইকে ঘোষণা দিয়ে
কয়েক শত স্থানীয় বাসিন্দা ধাওয়া করলে চাঁদাবাজেরা তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন চাঁদাবাজদের ফেলে যাওয়া তিনটি
মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর
পাহাড়ের পার্শ্ববর্তী একটি ঘর থেকে মংশি মারমা(২৭) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।খামারটির ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন
সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ি সন্ত্রাসীদের একটা গ্রুপ আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।গত রোববার রাতে কয়েকজন এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদাবাজদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
পরে ওই চাঁদাবাজেরা সরে পড়েন।
গতকাল সোমবার সকালেও চাঁদাবাজেরা খামারে এসে শ্রমিকদের ওপর হামলা করে চাঁদা দাবি করেন। তাঁদের হামলায় খামারে কর্মরত তিনজন শ্রমিক আহত হয়েছেন।’
পুরানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার বলেন, সন্ত্রাসীরা চাঁদা দাবির জন্য এলে মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন তাঁদের
ধাওয়া করলে তাঁরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যান।
পরে তাঁদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেন।
ওই সন্ত্রাসীরা প্রায় সময় ইউনিয়নের বিভিন্ন খামারে চাঁদা দাবিসহ হুমকি দিতেন।সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন,পুরানগড়ের একটি খামারে চাঁদা দাবি করতে এসে স্থানীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান একদল চাঁদাবাজ। এ সময় স্থানীয় লোকজন চাঁদাবাজদের ফেলে যাওয়া মোটরসাইকেল তিনটি পুড়িয়ে দেন। পরে সন্দেহজনক একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তাঁরা। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।