আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
পাইকগাছায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ এ আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রাজিব বাছাড়, সহকারী অধ্যাপক শফিয়ার রহমান, আব্দুল আলীম, নূরুজ্জামান, আবু সাবাহ, তাপস কুমার মন্ডল, প্রভাষক কুসুম কলি সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন ও শিক্ষার্থী তিশা।
পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয় ভিত্তিক ৬ দিন ব্যাপি বাংলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান রোববার বিকালে মানিকতলাস্থ উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন। বক্তব্য রাখেন, প্রশিক্ষক রাবেয়া সুলতানা, সাজেদা সুলতানা ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু। ১৯-২৪ মার্চ অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ৩০ জন শিক্ষককে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়।
পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী প্রতিপাদ্য বিষয়ের উপর রোববার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। ভাষা ও সাহিত্য, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ ও প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৩টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। বিচারক প্যানেলে ছিলেন, অধ্যক্ষ রাজিব বাছাড়, সহকারী অধ্যাপক অমর কৃষ্ণ বাওয়ালী, প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বৈরাগী, প্রভাষক হাবিবুর রহমান ও শিক্ষক আমির আলী সরদার।