আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা রহনপুর সীমান্তে এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক সীমান্তে আসামীসহ ৭২ পিস ইয়াবা আটক অদ্য ২৪ মার্চ ২০২৪ তারিখ আনুমানিক ১৯৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ‘‘রহনপুর নুনগোলা কেডিসি পাড়া রজবের বাড়ির সামনে’’ অভিযান পরিচালনা করে। উক্ত সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালানোর চেষ্টা করলে টহল সদস্যরা মোঃ আমির হোসেন (২৮), পিতা-মৃত ফজলুর রহমান, গ্রাম-বোগলা কাঁঠাল কুমারপুর, পোস্ট-গোমস্তাপুর, থানা-গোমস্তাপুর ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করা হলে তার নিকট থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৭২ পিস জব্দ করা হয়। যার সিজার মূল্য ২১,৬০০/- (একুশ হাজার ছয়শত) টাকা।