আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া থেকে
আবদুল আজিজ আল মুমতাজি
২৬ শে মার্চ আনুমানিক
৬ ঘটিকার সময়
একাধিক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার”।
হত্যার উদ্দেশ্যে শিক্ষকের উপর হামলার ঘটনায় সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তালুকদার বাড়ির বাসিন্দা রাখাল বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (২৫) কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
ঘটনাসূত্রে জানা যায়, ইফতারের আগ মূহুর্তে দুর্ধর্ষ বখাটে আসামীরা ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ-কে হত্যার উদ্দেশ্যে ছুরি,
হকিস্টিক নিয়ে হামলা চালানোর খবর পেয়ে সাথে সাথে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ শাব্বির এর নেতৃত্বে ইফতারের প্লেট রেখে ঘটনাস্থলে ছুঁটে যান সাতকানিয়া থানার একটি টিম। পুলিশ টীম তড়িৎ ও সাহসী অভিযান করে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থল পৌঁছিয়ে দুর্ধর্ষ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী সজিব বিশ্বাসকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হন তাঁরা।
এ বিষয়ে ১৩ নং বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত জানিয়েছেন, ঘটনাটি জানার সাথে সাথে সাতকানিয়া থানা পুলিশকে অবহিত করেছেন তিনি। থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ শাব্বির দ্রুত অভিযানের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন স্কুল শিক্ষক। এজন্য সাতকানিয়া থানা পুলিশ ও অভিযান টীমের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।