আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মো.শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি পৌরসভার প্রানকেন্দ্র বানিজ্যিক এলাকা ঠাকুর বাজারে অবস্থিত শাহরাস্তি চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসার ছবক সম্পন্ন করা ৩ জন হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান ও মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
সমাপনী ছবক প্রদান করার মাধ্যমে হেফজ সম্পন্ন করেন অত্র মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ মোঃ সাইমুন ইসলাম,হাফেজ মোঃ শামীম হোসেন ও হাফেজ মোঃ আরাফাত হোসেন।
আধুনিক শিক্ষা ব্যবস্থায় যুগ উপযোগী হাফেজ তৈরির লক্ষ্যে শাহরাস্তি চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। লক্ষ্য বাস্তবায়নের জন্য অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদ থেকে শুরু করে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে তা সফলতা অর্জনে সক্ষম হচ্ছে।ইতোমধ্যে অনেকে হিফয সম্পন্ন করে দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে এবং অনেকে হিফয সম্পন্নের ধারপ্রান্তে আছে।
হিফয সম্পন্নকারী হাফেজদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন,আমরা প্রথমে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে একজন হাফেজ হিসেবে কবুল করেছেন। দ্বিতীয়ত আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ তারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে পড়ালেখা করিয়ে গাইডলাইন দিয়ে সর্বাত্মক চেষ্টা করে হাফেজ হিসেবে তৈরি করেছেন।আমাদের পিতামাতা ও পরিবারের লোকদের প্রতি দোয়া তারা আমাদেরকে হাফেজ হতে তাদের সর্বোচ্চ ভালবাসা ও যত্ন করেছেন।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের প্রতিও কৃতজ্ঞ এবং আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন এর পরিচালনায় পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাজী আমীর হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত থেকে কুরআন শিক্ষার গুরুত্ব ও ফাজায়েল’ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মোফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব।
‘মাহে রমজানের শিক্ষা ও ফজিলত’ বিষয়ে মূল্যবান তাফসীর পেশ করেন ঠাকুর বাজার বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ কাজী মন্জুর হোসাইন ও তরুন ইসলামি আলোচক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি।
আলোচনা শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন মাওলানা নুরুজ্জামান সাহেব,মাওলানা কাজী মন্জুর হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপস্তিত ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক,পরিচালনা কমিটিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও মাদ্রাসার ছাত্রবৃন্দ।
প্রতিষ্ঠান প্রধান হাফেজ আনোয়ার হোসাইন বলেন,সকলের দোয়া ও সহযোগিতায় মাদ্রাসা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছি,অল্প সময়ের মাঝেই ছাত্ররা হেফজ সম্পন্ন করেছে।কিছু ছাত্র হেফজ সমাপ্তির পথে।আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে হাফেজদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।