আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে একটি অসহায় পরিবারের বসতবাড়ি ঘেঁষে ক্ষমতার দাপট দেখিয়ে মাটি কেটে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল”২০২৪ইং) দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া মৌলানা ইব্রাহীমের বাড়ি সংলগ্নে ভুক্তভোগী পরিবারের বাড়ি ঘেঁষে মাটি কাটার এমন দৃশ্য দেখা যায়। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো: রাশেদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
সূত্র জানা যায়, ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া মৌলানা ইব্রাহিম এর বাড়ি পাশে প্রতিদিন রাতের আঁধারে একটি সিন্ডিকেট চক্র অসহায় ভুক্তভোগী মো. রাশেদ নামে এক ব্যক্তির বাড়ি ঘেঁষে প্রায় ১৫-২০ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে ব্যবহার হচ্ছে স্কেভেটর এবং ১০/১৫ টি ডাম্পার গাড়ি। এসব মাটি ভরাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে যাচ্ছে। এসব চিত্র নিত্য দিনের। তাদের এসব অপকর্মে বাঁধা দিয়েও এখনো মাটি কাটা বন্ধ করা যাচ্ছে। এমন অভিযোগ ভুক্তভোগী মো. রাশেদ ও তার পারিবারের।
এদিকে ভুক্তভোগী মো. রাশেদ বলেন, প্রতিদিন রাতে আমার বাড়ি ঘেঁষে মাটি কেটে যাচ্ছে। এভাবে মাটি কাটা চলতে থাকলে বর্ষা মৌসুমে আমার মাথা গোঁজার ঠাঁই একমাত্র বাড়িটি ধ্বংসে পড়ে ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই আমার বাড়ি ও পরিবার এখন চরম ঝুঁকিতে রয়েছি। বৃষ্টিপাত শুরু হওয়ার সাথে সাথেই আমার বাড়ি ভেঙ্গে বিলীন হয়ে যাবে। মাটি ব্যবসায়ী মিনহাজ এবং আইয়ুব’কে এসব অপকর্ম একাধিকবার বাঁধা দিলেও কোন প্রতিকার পায়নি। তারা আরও ক্ষিপ্ত হয়ে মারধর সহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইনামুল হাছান বলেন, ভুক্তভোগী মো রাশেদের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।