প্রকাশিত হয়েছেঃ মে, ২৮, ২০২৪, ৭:৫৮:অপরাহ্ণ , সর্বশেষ আপডেটঃ ০৭:৫৮:৪৭
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি,
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহায় চায়ের দোকানের ১৭টাকা বকেয়া বিলকে কেন্দ্র করে কথা কাটাকাটি নিয়ে ও দ্বন্দ্বের জের ধরে মোহাম্মদুল হক নামের এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
২৮মে মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে ছদাহা ইউনিয়নের ৫নং আজিমপুর ওয়ার্ডে মিটার দোকান এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কে উপরে ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়।
চুরিকাঘাতে নিহত মোহাম্মদুল হক(২৫) হচ্ছে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আজিমপুর এলাকার মোহাম্মদ বদিউল আলম ও মমতাজ বেগমের ছেলে বলে জানা য্য্য।
সসরেজমিন গিয়ে জানা যায়, নিহত মোহাম্মদুল হক এলাকায় একটি মাছের ফিডের কারখানায় সহকারী হিসাবে কাজ করতো। ২৬ মে রবিবার সে কারখানার পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে ১৭ টাকা বাকি রাখে। বকেয়া টাকার জন্য চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে রায়হান ও মোহাম্মদুল হকের সাথে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে ফেরদৌসের ছেলে রায়হান লোহার রড নিয়ে মোহাম্মদুল হককে মারতে তেড়ে আসে।২৭মে সোমবার রায়হান তার সাঙ্গপাঙ্গ নিয়ে মোহাম্মদুল হককে মারধর করার জন্য খোঁজতে থাকে।
২৮মে মঙ্গলবার আবারও স্থানীয় মোহাম্মদ সোলাইমানের ছেলে মোহাম্মদ সাইফুল (২৫), আজিজুল হক রাজামিয়ার ছেলে সোহাগ (২৪), মোহাম্মদ আনিসের ছেলে মোহাম্মদ তাসিফকে (১৬) সাথে নিয়ে ছদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার মিটার দোকানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর মোহাম্মদুল হককে বেধড়ক মারধর করে ছুরিকাঘাত করে খুন করে। সে সময় মোহাম্মদুল হকের আরেক ভাই আসলে তাকেও ছুরিকাঘাত করেন। সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে এলাকাবাসী ও মোহাম্মদুল হকের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়।
এব্যাপারে সাতকানিয়া থানার সাব ইনস্পেক্টর আবু বকর বলেন,আমরা সবখানে সোর্স ও ফোর্স নিয়োগ করছি এবং আইনি প্রক্রিয়ায় প্রথমে আসামীদেরকে ধরার চেষ্টা করছি বলে জানান।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন-সঠিক তদন্ত করে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।এবং সেইসাথে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
এব্যাপারে এলাকার সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম রুবেল বলেন- এই ন্যক্কারজনক ঘটনা যারাই ঘটিয়ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার হউক বলে জানান