আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পাবনায় বাস চলাচল বন্ধঃ দুর্ভোগে যাত্রীরা!
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ—
রাজশাহী বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস পাবনা থেকে ছেড়ে যায়নি বা জেলায় প্রবেশ করেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
তবে, বাস বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করছে রিকশা ও অটোরিকশাগুলো। সাধারণত পাবনা থেকে প্রতিদিনই আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে শতাধিক বাস চলাচল করে থাকে।
নাটোরে চলছে পরিবহন ধর্মঘট
সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও জ্বালানি তেল এবং যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
এর আগে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত দূরপাল্লার বাস সব ছেড়ে গেলেও যাত্রীদের নিয়ে আর ফেরেনি। পরে বুধবার বিকেল থেকেই আন্তঃজেলা চলাচলকারী পরিবহনগুলোও বন্ধ হয়ে যায়।