আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি,
দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বাণিজ্যিক শহর সাতকানিয়া উপজেলার কেরানি হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে বিভিন্ন অপরাধে বিভিন্ন দোকানদারকে জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা যায়।১৯অক্টোবর শনিবার সকাল ১১.০০টায় বাজার মনিটরিং কার্যক্রমের অন্তর্ভূক্ত সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১। আবাছার উদ্দিন (৪৫), পিতা- নুরুল হক কে ৩,০০০/- (তিন হাজার টাকা) অর্থদণ্ড দেয়া হয় ২। ভাস্কর পাল (৫২), পিতা- সচিন্দ্র পাল কে ১,০০০/- (এক হাজার টাকা) অর্থদণ্ড প্রদান কার হয় এবং ৩। রেজাউল করিম, (২৪) পিতা- মমতাজ আলী কে ৫,০০০/- কে অর্থদণ্ড প্রদান কার হয়। ৩টি মামলায় মোট ৯,০০০/- (নয় হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়। মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকানকে এই জরিমানা এবং সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, জনাব মিল্টন বিশ্বাস
উক্ত অভিযানে ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রামসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।