আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি পৌরসভার ১,৬ ও ৭নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ২৯অক্টোবর মঙ্গলবার বিকেল ৩ টায় শাহরাস্তির ঠাকুর বাজার চিশতীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি ডাঃ আবুল বাসারের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মো.মোস্তফা কামাল, পৌরসভার আমীর মো.জাহাঙ্গীর আলম, উপজেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন, জামায়াতের উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া,পৌর শিবির সভাপতি মোঃ আবু হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর ১ নং ওয়ার্ড আমীর হাফেজ শাহজালাল, সেক্রেটারি মোঃ ফখরুল ইসলাম, ৬নংওয়ার্ড সভাপতি মোঃ মাইন উদ্দিন,সেক্রেটারি হাফেজ সোহরাব হোসাইন যুবনেতা রহমত উল্যাহ সহ ১,৬ ও ৭নং ওয়ার্ডের যুব ও স্থানীয় নেতৃবৃন্দ।