আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আহসান হাবিব,
নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাসুমা আটিয়া জিন্নাত ও তার পরিবারকে কুপিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র কল্যান সংগঠনেের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্র ছাত্রীরা বলেন, গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় জিন্নাত বিদ্যালয় থেকে জরায়ু ক্যান্সারের বেক্সিন দিয়ে বাড়ীতে ফিরলে পর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলাম গং কর্তৃক স্কুল ড্রেস পরিহিত অবস্থায় জিন্নাত ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাটিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক যখম করে, জিন্নাত বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় দুজন আসামীকে গ্রেফতার করলেও ঘটনার মূল হোতা সাইফুলকে এখনো গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ঘন্টার মধ্যে সাইফু্ল ইসলামসহ জড়িত সকলকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করা হলে অবস্থান ধর্মঘটের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমরা আসামীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে অনুরোধ করেছি দুজন আসামী গ্রেফতার হয়েছে প্রধান আসামীকে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এমন ন্যাক্কার জনক ঘটনা কখনো কাম্য নয়, আমরা এর তিব্র নিন্দা জানাচ্ছি।