আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারীতে ছোলাইমদসহ ৩মাদককারবারী আটক
সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ১শত লিটার ছোলাই মদ ও সিএনজি অটোরিক্সাসহ মোঃ জাহাঙ্গীর(৪৩),মোঃ রবিউল হোসেন মুন্না(২২) মোঃ ইছহাক প্রঃ ইছা(২৭),
নামে ৩মাদক কারবারী আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে থানাধীন ১৪নং শিকারপুর ইউপিস্থ শিকারপুর নিয়ামত আলী এলাকা হইতে আমান বাজার পাকা সড়কের ডাক্তার আঃ সবুর খানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরী হাট বাড়ির মৃত দুদু মিয়ার পুত্র।অন্যরা হলেন একেই এলাকার হায়দার আলির বাড়ির জাহাঙ্গীর আলম প্রকাশ আলমগীরএর পুত্র। হাটহাজারী উপজেলা ২নং ওয়ার্ড উত্তর বুড়িশ্চর ফতে মোহাম্মদ তালুকদার এর বাড়ির মৃত মুছা মিযার পুত্র।