আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগাড়ায় নানা আয়োজনে নিসচা’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর (বৃহস্পতিবার), সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ্ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের আহবায়ক ও সংগঠনের সভাপতি মোজাহিদ হোসাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় সমাবেশে যুগ্ম সম্পাদক সাত্তার সিকদার, শারফু সিকদার, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ বাবলু, প্রকাশনা সম্পাদক জমির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক কবি সাইফুন্নেছা ঝুমুর বক্তব্য রাখেন।
এসময় ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্বাস উদ্দীন, সংগঠনের প্রচার সম্পাদক এম.এ.এইচ রাব্বী, কার্য নির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দীন, নাছির উদ্দীন বাচ্চু, ফাহাদ ইবনে হাশেম, সংগঠক আনোয়ার হোসাইনসহ নানা শ্রেণিপেশার মানুষ উক্ত আনন্দ সমাবেশে যোগ দেন।