আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আসমার লেখাপড়ার দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার!
নুর মোহাম্মদ সিকদার,কক্সবাজার হতে,
উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী আসমার শিক্ষা স্বপ্ন পূরনের দায়িত্ব নিলেন রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
শনিবার(০৩ ডিসেম্বর) সকালে আসমার এসএসসি ২৩ এর ফরম পূরনের শেষ দিনে তার মায়ের হাতে ফরম পূরনের টাকা তুলে দিলেন ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার।
পরিক্ষার্থী আসমা ২০২৩ সালে কুতুপালং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।
উখিয়া উপজেলার কুতুপালং পূর্ব পাড়ার মৃত শাহ আলমের মেয়ে মাহিমা খানম আসমার স্বপ্ন সে লেখা পড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতীর সেবা করতে চাই।
এ প্রসঙ্গে: রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, আসমা একজন মেধাবী শিক্ষার্থী তার বাবা মৃত্যু বরণ করলেও আসমার স্বপ্ন পূরবে আমি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। সে নবম শ্রেণীতেও ভাল ফলাফল করেছে আমি দোয়া করি সে আগামী এসএসসি পরিক্ষায়ও সাফল্যের সাথে ভাল ফলাফল করবে বলে আশা করছি।