আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ ১ পাচারকারী আটক!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ ১ এক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনতি ইউনিয়নস্থ জাঙ্গালীয়ায় আরকান সড়কে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশী চালালে উল্লেখিত ইয়াবাসহ উক্ত পাচারকারী পুলিশের হাতে আটক হয়। আটককৃত পাচারকারীর নাম আজিজুল হক (২২) । সে কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া এলাকার আবদুল করিমের পুত্র। থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের নের্তৃত্বে পুলিশের একটি টীম উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত বাস যাত্রী তথা ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।