আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ছাত্রলীগ নেতা কর্তৃক ইউপি চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী।
ডায়েরি সুত্রে জানাগেছে,রবিবার (২৯জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে ৯নং আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান(৬২) পিতা মৃত্যু রাজিবুল। বিনামূল্য ৩০কেজি চাউলের কার্ড ভিডাব্লিউবি(ভিজিডি) কমর্সূচির কার্ড স্বাক্ষর করতে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস এলাকায় পৌছালে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু(৩৬) পিতা মোখলেছার রহমান। সে আমাকে ধাক্কা দেবার চেষ্টা করে ও অকথ্য ভাষায় গালাগালি এবং হাড় হাড্ডি ভেঙ্গে দেবার ভয়ভীতি প্রদান করে।
আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান অভিযোগে আরও উল্লেখ্য করেন রন্জুর কথামত পরিষদ পরিচালনা করতে হবে। ইতিপূর্বে অজ্ঞাত নামীয় ৫/৬জন পরিষদে এসে হুমকি দেন। তাছাড়া রন্জু নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতায় হেরে যায়। বর্তমানে সে এবং তার পরববার নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।
শাজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এবিষয়ে সাধারণ ডায়েরি করেছে ইউপি চেয়ারম্যান তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।