আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ রাসেল হুসাইন, নড়াইল জেলা প্রতিনিধি।
৩০ এবং ৩১ জানুয়ারি ২০২৩, সোমবার ও মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদ এবং শালনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী বেগবান করার লক্ষ্যে দুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ৷
নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে ও দুর্গম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের টিকাদান কর্মসূচী সম্প্রসারণে ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের সম্পৃক্তকরণ ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে উক্ত কর্মশালা দুটি অনুষ্ঠিত হয় ৷
কোটাকোল ও শালনগর ইউনিয়নের সকল ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় ইমাম, পুরোহিত, এনজিওকর্মী, কৃষক প্রতিনিধি,ব্যবসায়ী , শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত প্রশিক্ষণ কর্মশালাগুলোতে উপস্থিত ছিলেন ৷
প্রতিটি কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ এস এম কে মাসুদ , ইপিআই এর লোহাগড়া ফোকাল পার্সন জনাব প্রশান্ত কুমার বাবু ৷
কর্মশালাগুলোয় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুন ৷
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা লোহাগড়া উপজেলায় শালনগর ও কোটাকোল ইউনিয়নে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী বেগবান ও আরো সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পরিকল্পনা প্রণয়নে বিস্তারিত আলোকপাত করেন ৷