আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী মহানগর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক- মোঃ একরামুল হক বাবু’র পিতা আলহাজ্ব মোহাম্মদ মেসের আলীর (৮২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর যুবলীগ।
পহেলা ফেব্রুয়ারি এক শোক বার্তায় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র এই শোক প্রকাশ করেন। যুক্ত বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনের ব্যক্ত করেন।
রাজশাহী মহানগর শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ একরামুল হক বাবু’র পিতা আলহাজ্ব মোহাম্মদ মেসের আলী (৮২) আজ সকাল ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা আজ বাদ আছর টিকাপাড়া ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টিকাপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শোক বার্তা প্রেরণ করেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।