আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ৩১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন বরেন্দ্র বাজারস্থ, বরেন্দ্র বাজার হতে নওগাঁ গামী পাঁকা রাস্তার দক্ষিণ দিকে জনৈক মোঃ রাব্বানী পিতা মৃত ডাঃ ওয়াসীম উদ্দিন (পিসি) এর বাড়ীতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি- ১ টি উদ্ধার এবং বিষ্ণু মূর্তি পাচারকারী প্রতারক চক্রের মূলহোতা সহ ৩ জন সক্রিয় সদস্য মোঃ সেতাউর রহমান(৪২) (মূলহোতা), পিতা-মৃত সেকেন্দার আলী, মাতা-মৃত সুফিয়া বেগম, সাং-চিনিয়াতোলা (রহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড), মোঃ আব্দুল খালেক (৫৩), পিতা-মৃত চাঁন মোহাম্মদ, সাং-আসানপুর, ইউপি-নন্দীপুর, ওয়ার্ড নং-০৭, মোঃ নজরুল ইসলাম (৬৩), পিতা-মৃত আলতাব হোসেন, সাং-শেরপুর, ইউপি-পার্বতীপুর, ওয়ার্ড নং- ৭, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ অপরাধচক্র। তারা বিভিন্ন জায়গা থেকে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে এবং সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির তথ্য পেলে ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে মূল হোতাসহ এই চক্রের তিনজনকে গ্রেফতার পূর্বক কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিটি উদ্ধার করে।
উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।