আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃতারিকুল ইসলামঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি, কোলাপাড়া ও রাঢ়িখাল ইউনিয়ের তিন দোকান এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন, সরকারী রাস্তা অবৈধভাবে নষ্ট করে/ছিদ্র করে পাইপ টেনে চলাচল ব্যহত করা ও মাছ চাষের জমি/জলাশয় ভরাট করা ও কৃষি জমি ভরাট করার চেষ্টা করায় ড্রেজারের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ মোবাইল কোট পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক।
মোঃ আবুবকর সিদ্দিক বলেন, এসময় উপস্হিত কাউকে না পাওয়ায় শাস্তির আনা সম্ভব হয়নি।তিনি আরও বলেন,
এ উপজেলার ফসলি জমি,জলাশয় , রাস্তাএবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন,শ্রীনগরের এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।