আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
গোপন তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২১০ ঘটিকায় আজমতপুর বিওপির হাবিলদার মোঃ রেজাউল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৩৯০টি নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) আটক করতে সক্ষম হয়। আটককৃত নেশা জাতীয় ইনজেকশন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।