আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পাবনা জেলা যুবদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মতিয়ার রহমান সড়ক দুর্ঘটনায় আহত!
উপজেলা প্রতিনিধি:
ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি পাবনা জেলা যুবদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মতিয়ার রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
গত মঙ্গলবার (২৯ নভেম্বর) পাবনা রোড ডাক-বাংলার সামনে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিশেষ একটি কাজে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হলে এমনতা অবস্থায় তার মোটরসাইকেল নষ্ট হয়ে গেলে পাশেরই একটি মোটরসাইকেল সার্ভিস গ্যারেজে দিয়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে সিএনজি চালক ধাক্কা দিলে সিটকে গিয়ে রাস্তায় পড়ে যায়।
রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয় লোকজন এসে গুরুতর আহত মতিয়ার কে রিক্সা যোগ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সু-চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন তিনি।
তার পরিবার থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত মতিয়ার রহমানের ডান সাইডের বুকে ও পিঠে আঘাত লাগে এবং ডান পায়ের বুদ্ধা আঙ্গুল ভেঙে যায়।
পরিবার থেকে আরোও জানান, উন্নত চিকিৎসার জন্য আহত মতিয়ার রহমান কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা জেনারেল হাসপাতালে ভর্তি করাতে হতে পারে বলে জানান।