আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতক্ষীরা দেবহাটা উপজেলা, আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ-২২ অনুষ্ঠিত!
মো রিয়াজুল ইসলাম,)(আলম) সাতক্ষীরা দেবহাটা
দেবহাটা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে, উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে, উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মুক্তি মঞ্চে এক আলোচনা সভায়, সভাপতিত্ব করেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, উপজেলা কর্মকর্তা আশালতা খাতুন। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্যা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন কমান্ডার সাজু পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।