আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ময়মনসিংহে অটোচালকদের সাথে কোতোয়ালী মডেল থানা পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান!
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট নিরসনে অটো চালকদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন কোতোয়ালী মডেল থানার পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ শাহিনুল ইসলাম।
জানা গেছে, আজ মঙ্গলবার (৬ডিসেম্বর ২০২২) তারিখ সকালে নগরীর তারেক স্মৃতিঅডিটরিয়াম এর সামনে কোতয়ালী মডেল থানার উদ্যোগে অটোচালক সমিতির নেতৃবৃন্দের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার), ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, অটো চালক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ অটোচালকদের উদ্যেশে বলেন, যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যানজট তৈরি না করা এবং অজ্ঞাত স্থানে বখাটেদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।