আজ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সজিব রহমান নওগাঁ মান্দায় সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট হেনা মার্কেটের দ্বিতীয় তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল , স্বেচ্ছাসেবক ও অঙ্গসংগঠনের আয়োজনে ও যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায়
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান মকে । বিশেষ অতিথি ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু,মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একে এম নাজমুল হক নাজু , মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ জলিল, মান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সালেহ , মান্দা উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আখেরুজ্জামান সেলিম , তেঁতুলিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ , তেঁতুলিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জব্বার মোল্লা প্রমুখ । আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়নের ছাত্রদল , যুবদল , কৃষকদল , শ্রমীকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
পরিশেষে, সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয় ।
উল্লেখ্য গত সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামানিক মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দেলুয়াবাড়ি বাজারের মৃত ছবের আলী প্রামাণিকের ছেলে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে এই দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন।