আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে নতুন বছরের প্রথম দিনটি পরস্পর পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটু আলাদাভাবেই কাটালো পুলিশ প্রশাসন। বছরের প্রথম দিন ১লা জানুয়ারি সকাল থেকে হাতে ফুল নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশের সদস্যরা। অন্য সময় অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত থাকত।কিন্তু ১লা জানুয়ারি নববর্ষ উপলক্ষে পরস্পর পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অবস্থান নেন।
নতুন বছরের নতুন এই পরিকল্পনা হাতে নিয়েই য়তিক্রমী এ অনুষ্ঠান বাস্তবায়ন করলেন চট্টগ্রাম পুলিশ প্রশাসন।
এসময় ডিসি ট্রাফিক উত্তর অ্যাডিশনাল ডি আই জি জয়নুল আবেদিন , এডিসি ট্রাফিক উত্তর কীর্তিমান চাকমা, এসি ট্রাফিক উত্তর আসিফ মাহমুদ গালিব, টি আই এডমিন মোঃ কামাল হোসেন ট্রাফিক উত্তর বিভাগের সকল সদস্যদের মাঝে বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
এই প্রথম পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে খুশি হলেন সহযোদ্ধা সদস্যরা।