আজ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শারমিন সরকার বৃষ্টি,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::::
দোয়া মাহফিল, আনন্দ র্যালি, পুস্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে সকালে আনন্দ র্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উপস্থিত ছিলেন – জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আশুতোষ চাকমা,এম এ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,শফিকুল ইসলাম ফারুক,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ দপ্তর সম্পাদক নুরুল আযম,মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা,সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি সনজিত ত্রিপুরা,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম,ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদীকা শাহিনা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ আহ্বায়ক সুইচিং থুই মারমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদিকা বিলকিস চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও খাগড়াছড়ির জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের উদোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।